পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি এবং শ্রমজীবী মহিলা সমিতি তিনটি কৃষি বিল এবং বিদ্যুৎ (সংশোধনী) বিল বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে
পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভকারী কৃষকদের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি (পিবিকেএমএস) এবং শ্রমজীবী মহিলা সমিতি (এসএমএস)। তারা অবিলম্বে তিনটি কালা কৃষি আইন এবং বিদ্যুৎ (সংশোধনী) বিল বাতিল করার দাবি জানান। দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনায়, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় বিক্ষোভের দৃশ্য উঠে এসেছে । এর আগে কুমারজোল (উত্তর দিনাজপুর) নামে একটি ছোট্ট গ্রাম ১৬ ডিসেম্বর বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল, এবং ২৬ শে নভেম্বর এবং ৮ ই ডিসেম্বর ভারত বনধের সমর্থনে মিছিল করা হযেছে।
আমাদের বক্তব্য হল এই কেন্দ্রীয় কালা কৃষি আইন, কৃষক সম্প্রদায়কেও প্রভাবিত করার পাশাপাশি, দেশের খাদ্য সুরক্ষাকে ক্ষতিগ্রস্থ করবে। সুতরাং আইন বাতিল করা আমাদের প্রধান দাবি, পাশাপাশি অন্যান্য দাবীগুলি হল-
- সমস্ত কৃষি পণ্যের নূন্যতম সহায়ক মূল্যের আইনি গ্যারেন্টি দিতে হবে।
- ন্যূনতম সহায়ক মূল্যে প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে সরকারকে খাদ্য দ্রব্য কেনার গ্যারেন্টি দিতে হবে।
- সংগৃহীত খাদ্যশস্য গণবণ্টন ব্যবস্থায় পর্যাপ্ত পরিমাণে ভর্তুকি মূল্যে দিতে হবে এবং আইসিডিএস, মিড ডে মিল চালু করতে হবে।
- উন্নয়নের নামে কৃষিক্ষেত্রে দেশি-বিদেশী একচেটিয়া পুঁজির অনুপ্রবেশ বন্ধ করতে হবে দেশে যুগ যুগ পরিক্ষিত শ্রমনিবির জীবনভিত্তিক কৃষি ব্যবস্থা চালু করতে হবে।
- কৃষিতে যন্ত্রের আমদানী করে কৃষি ক্ষেত্র থেকে কৃষি মজুর উৎখাত বন্ধ করতে হবে কৃষিতে যান্ত্রিকীকরণ বন্ধ এবং কৃষি শ্রমিকদের কাজ থেকে উত্খাত বন্ধ করতে হবে।
- রাসায়নিক ও বিষ প্রয়োগের চাষ বন্ধ করে প্রকৃতিবান্ধব বিষমুক্ত জৈব প্রাকৃতিক চাষ চালু করতে হবে।
আমরা বিক্ষোভের আয়োজনের জন্য উন্মুক্ত মঁচ তৈরি করতে সফল হয়েছি। অনুরূপ চিন্তাশীল রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের অংশগ্রহণের মাধ্যমে এটি প্রমাণিত হয়।
কান্তি গাঙ্গুলি (প্রাক্তন সিপিএম বিধায়ক এবং সারা ভারত কৃষকসভা নেতা), মোহিত ভট্টাচার্য্য (রাজ্য স্তরের সারা ভারত কৃষক সভা নেতা) এবং সুশান্ত নস্কর (ভারতীয় জাতীয় তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস) সকলে আমাদের একই মঁচ থেকে কৃষি আইনের বিরুদ্ধে, রায়দিঘীতে কৃষকদের আন্দোলনের সমর্থনে বক্তব্য রেখেছিলেন।
মজার বিষয় হচ্ছে, তুমরাসরের বিজেপি পঞ্চায়েতের সদস্য হরিরাম মাহাতো বড়াবাজারের সভায় যোগ দিয়েছিলেন এবং কৃষি আইনের বাতিলের জন্য স্লোগান দিয়েছিলেন। কংগ্রেস পুঞ্চা ব্লক সভাপতি বারিট বারান মাহাতো পুঞ্চার সভায় বক্তৃতা করেন আর বড়াবাজারের তুমরাসরের তৃণমূল দলের অঞ্চল সভাপতি কুতুব খান বরাবাজারে বক্তৃতা রাখেন। পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির সাথে এপিডিআর এবং সারা ভারত কৃষক সভা যথাক্রমে কৃষ্ণনগর ও রায়দিঘিতে এই প্রোগ্রামটির সহ-আয়োজন করেন। আমাদের সাথী ট্রেড ইউনিয়ন শ্রমজীবি সমন্বয় কমিটি মুরারিশায় এই কর্মসূচিতে যোগ দিয়েছিলন।
আজকের গণ অবস্থানে বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে ছোট-বড় অনেক প্রোগ্রাম করেছিল। আমাদের সদস্যরা পুরুলিয়া জেলার বেলমা (পুরুলিয়া ২) এবং লখনপুর (হুরা ব্লক) এর পঞ্চায়েত অফিসগুলিতে স্থানীয়ভাবে ধর্নায় বসেছিলেন। অন্য দিগে, কৃষ্ণনগর শহরে (নদিয়া) জেলাশাসকের কার্যালয়ের সামনে এই গণ অবস্থানের আয়োজন করা হয়েছিল। পশ্চিম মেদিনীপুরের দাতান ব্লকের আইকোলা বাজারে এবং পুরুলিয়ার পুঞ্চা ব্লকের পুঞ্চা শহরে বিক্ষোভ সমাবেশের পাশাপাশি মিছিল করা হয়। আইকোলার হাটে যুবকরা হাতের লিখিত পোস্টার তৈরি করতে ব্যস্ত ছিল, এবং ইউনিয়নের যুব সদস্যরা বাঁকুড়া শহরের নিকটবর্তী বদুলারা হাটে জনগণের কাছে কালা কৃষি আইন ব্যাখ্যা করেছিলেন। এই অনুষ্ঠানের জন্য বিশেষভাবে তৈরি লোকসঙ্গীতগুলি লক্ষণপুর (পুরুলিয়া), রায়দিঘী (দক্ষিণ ২৪ পরগনা) এবং মুরারিশা চৌমাথা (উত্তর ২৪ পরগনা) গাওয়া হয়।
কৃষকদের ডাকে সাড়া দিয়ে, পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি এবং শ্রমজীবী মহিলা সমিতির সদস্যরা প্রধানমন্ত্রীর মন কি বাত সম্প্রচারের সময়, প্রতিবাদ করতে ২৭ শে ডিসেম্বর সকাল ১১ টায় থালা বাজাও অনুষ্ঠানে যোগ দেবেন। অসংগঠিত খাতে ভ্রাতৃত্বমূলক ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে আমরা ২৮ শে ডিসেম্বর কলকাতা কর্পোরেশনের কাছে বিক্ষোভ কর্মসূচিতে দিনব্যাপী বসারও পরিকল্পনা করেছি। বেশ কিছু সদস্য সহ জানুয়ারিতে দিল্লি যাওয়ার পরিকল্পনা করছি।